গাজীপুর সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ এপ্রিল ২৫, ২০১৮ | ১২:৩৭ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ এপ্রিল ২৫, ২০১৮ | ১২:৩৭ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্দের আগে রিটার্নিং অফিসার সকল প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধিসহ নির্বাচনে নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল বলেন, ‘আমরা চাই নির্বাচন উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পূন্ন হোক।

প্রথমে সকাল ১০টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন তার কিছুক্ষন পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মীসহকারে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন।

প্রতীক বরাদ্দ পেয়েছেন যারা, মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপি মনোনীত পার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্য জোটের পার্থী ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের পার্থী মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পার্থী মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতীক। একমাত্র স্বতন্ত্র প্রার্থীকে তার পছন্দের প্রতীক টেবিল ঘড়ি দেয়া হয়েছে। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।একই প্রতীকে একাধিক প্রার্থীর দাবী থাকলে সেখানে লটারির মাধ্যমে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

রিটার্নিং অফিস সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ‘৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।’গত ৩১ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ এপ্রিল শেষ হয় মনোনয়নপত্র দাখিলের সময়। তা প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ এপ্রিল। ভোট গ্রহণ আগামী ১৫ মে। গাজীপুর সিটির আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পুরুষ ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এবার ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৫টি। ভোট কক্ষ থাকবে ২ হাজার ৭৬১টি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
উপদেষ্টা নাহিদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের ডাক দিলেন নীলফামারীতে যুবদলের তত্বাবধানে শীতবস্ত্র বিতরণ। জ্বালানি তেলের দাম লিটারে ১০-১৫ টাকা কমানো সম্ভব ‘বিচারকাজে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই’ গাজীপুরে মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ সিইসি নাসির উদ্দিন, নয়া নির্বাচন কমিশন গঠন সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস বাংলাদেশ-ভারত আলোচনায় হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করা হতে পারে: পররাষ্ট্র মন্ত্রণালয় সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময় ছাত্রলীগ নিষিদ্ধ প্রধান উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সাক্ষাৎ আজ আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী : বিমানবন্দরে দেওয়া হবে গার্ড অব অনার রাষ্ট্রপতির কাছে সুইডেন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ বিমানে কেবিন ক্রু হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ